হোম > সারা দেশ > ঢাকা

সড়ক দুর্ঘটনায় আহত গজারিয়ার ইউপি চেয়ারম্যানের মৃত্যু

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় আহত মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দীর ইউপি চেয়ারম্যান হাজ্বী মোহাম্মদ আক্তার হোসেন (৪২) মারা গেছেন। আজ শনিবার সকাল ১১টার দিকে ঢাকা আজগর আলী হাসপাতালের আইসিউতে দীর্ঘ নয় দিন থাকার পর মারা যান তিনি। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত ইউপি চেয়ারম্যানের ছোট ভাই সৈকত হোসেন বাবু। 

সৈকত হোসেন জানান, গত ২৭ মে (শুক্রবার) দুপুরে একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করার জন্য তাঁর ভাই বাড়ি থেকে থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় ঢাকামুখী সড়কে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার বহনকারী গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এ সময় গুরুতর আহত হন হাজ্বী মোহাম্মদ আক্তার হোসেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় ঢাকা আজগর আলী হাসপাতালে। এরপর সেখানে আইসিইউ থাকা অবস্থায় মারা যান তিনি। 

আজ দুপুর ১টায় হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স করে মরদেহ আনা হয়। এ সময় সেখানে হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। এরপর আসর নামাজের পর তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’