হোম > সারা দেশ > ঢাকা

সড়ক দুর্ঘটনায় আহত গজারিয়ার ইউপি চেয়ারম্যানের মৃত্যু

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় আহত মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দীর ইউপি চেয়ারম্যান হাজ্বী মোহাম্মদ আক্তার হোসেন (৪২) মারা গেছেন। আজ শনিবার সকাল ১১টার দিকে ঢাকা আজগর আলী হাসপাতালের আইসিউতে দীর্ঘ নয় দিন থাকার পর মারা যান তিনি। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত ইউপি চেয়ারম্যানের ছোট ভাই সৈকত হোসেন বাবু। 

সৈকত হোসেন জানান, গত ২৭ মে (শুক্রবার) দুপুরে একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করার জন্য তাঁর ভাই বাড়ি থেকে থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় ঢাকামুখী সড়কে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার বহনকারী গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এ সময় গুরুতর আহত হন হাজ্বী মোহাম্মদ আক্তার হোসেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় ঢাকা আজগর আলী হাসপাতালে। এরপর সেখানে আইসিইউ থাকা অবস্থায় মারা যান তিনি। 

আজ দুপুর ১টায় হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স করে মরদেহ আনা হয়। এ সময় সেখানে হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। এরপর আসর নামাজের পর তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক-২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ