হোম > সারা দেশ > ঢাকা

আমি ইউরোপীয় ইউনিয়নের কাছে চিঠি দেব: হিরো আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা-১৭ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা করে নৌকার ব্যাজধারীরা। এ বিষয়ে হিরো আলম ফেসবুক লাইভে বলেন, ‘হামলার এ ঘটনা নিয়ে আমি ইউরোপীয় ইউনিয়নের কাছে চিঠি দেব।’

আজ সোমবার রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে ফেসবুক লাইভে এ কথা বলেন হিরো আলম। উপনির্বাচনের ভোট চলাকালে রাজধানীর বনানীতে হামলার শিকার হওয়ার পর তিনি ওই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন।

এ ছাড়া হিরো আলম বলেন, বর্তমান সরকারের অধীনে আর নির্বাচনে করা যাবে না।

নিজের ওপর হামলাকে পরিকল্পিত উল্লেখ করে হিরো আলম বলেন, কেন্দ্রে অবৈধ সিল মারার ঘটনায় বাধা দেওয়ায় তাঁর ওপর আক্রমণ হয়েছে। তাঁকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন প্রত্যাখ্যানেরও ঘোষণাও দেন তিনি। হিরো আলম বলেন, ‘এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়া যাবে না। সারা বিশ্ব দেখেছে আমাকে মারার দৃশ্য। যারা এ হামলা চালিয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’

প্রায় ৭০ জন ইউটিউবার নিয়ে হিরো আলম ভোটকেন্দ্রে গেছে বলে নির্বাচন কমিশনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ইসি নির্বাচন নিয়ে রাজনীতি করছে। যেখানে তিনজনের বেশি কেন্দ্রে ঢোকা যায় না, সেখানে ৭০ জন নিয়ে ঢোকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এমন পরিবেশ হলে আর নির্বাচনের যাওয়ার কোনো ইচ্ছা নেই বলে উল্লেখ করেন তিনি।

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন