হোম > সারা দেশ > টাঙ্গাইল

৫৫ কেজির বাগাড় ৭৫ হাজার টাকায় বিক্রি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে জেলেদের জালে ৫৫ কেজি ওজনের বাগাড় মাছ ধরা পড়েছে। আজ শনিবার সকালে মাছটি বিক্রির জন্য উপজেলার গোবিন্দাসী মাছবাজারে নিয়ে যান জেলে সুনীল। সেখান থেকে মাছটি ৭৫ হাজার টাকায় কিনে নেন মধুপুরের সাগর নামের এক ব্যক্তি।

জানা গেছে, সিরাজগঞ্জের বেলকুচির জেলে সুনীল তাঁর সহযোগীদের নিয়ে যমুনা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় তাঁদের জালে বিশাল আকৃতির এই বাগাড় মাছটি ধরা পড়ে। পরে মাছটি তাঁরা ভূঞাপুরের গোবিন্দাসী মাছ বাজারে নিয়ে গেলে গোবিন্দাসী বাজারের মাছ ব্যবসায়ী বাবলু হাওলাদার মাছটি বিক্রির জন্য কিনে নেন। পরে মাছের দাম হাঁকা হয় এক লাখ টাকা। পরে দামদর শেষে মাছটি টাঙ্গাইলের মধুপুরের সাগর নামের এক ব্যক্তি ৭৫ হাজার টাকায় কিনে নেন। বৃহৎ আকারের বাঘাইড় মাছটি দেখতে বাজারে লোকজন ভিড় করেন।

জেলে সুনীল বলেন, ‘নদ-নদীতে মাছ ধরে বিক্রি করা আমার পেশা। প্রায় এক যুগ ধরে এ পেশায় নিয়োজিত থাকলেও এখন পর্যন্ত এত বড় মাছ ধরতে পারিনি। এই প্রথম আমার জালে আটকে পড়েছে বাগাড় মাছটি।’

ক্রেতা সাগর বলেন, ‘গোবিন্দাসী মাছবাজারে গিয়ে দেখি বিশাল আকৃতির বাগাড় মাছ বিক্রির জন্য তোলা হয়েছে। দেখে ইচ্ছে হলো কিনতে। পরে দর-কষাকষি করে মাছটি ৭৫ হাজার টাকায় কিনে নিই।’

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯