হোম > সারা দেশ > ঢাকা

দুই নারী ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে বউভাত পণ্ড, গোলাগুলি

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের সমর্থকদের মধ্যে গোলাগুলি হয়েছে। এর আগে হামলা চালিয়ে বউভাতের আয়োজন পণ্ড করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের ঢালীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এতে গুলিবিদ্ধসহ অন্তত সাতজন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা হলেন—গুলিবিদ্ধ সিফাত (২০) ও ককটেলের স্প্লিন্টারে আহত আম্বিয়া খাতুন (৬০)। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারী ও সাবেক ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনার মধ্যে বিরোধ চলছিল। এদিকে বর্তমান ইউপি চেয়ারম্যানের অনুসারী ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ডলি বেগম এবং সাবেক ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনার অনুসারী ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও ঢালীকান্দি গ্রামের সুমা আক্তার।

এদিকে সংরক্ষিত নারী ইউপি সদস্য ডলি বেগমের সমর্থক ঢালীকান্দি গ্রামের বাহারউদ্দিনের ছেলে আশিকের বিয়ে সম্পন্ন হয় গতকাল সোমবার। আজ বউভাতের আয়োজন করা হয় বাহারউদ্দিনের বাড়িতে। ওই বাড়িতে দুপুর সাড়ে ১২টার দিকে হামলা চালায় ইউপি সদস্য সুমা আক্তারের লোকজন। এতে বউভাতের অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। এ সময় বাসাবাড়িতে লুটপাটের অভিযোগ ওঠে।

এর জেরে উভয় পক্ষের লোকজনের মধ্যে গোলাগুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে সিফাত নামের এক যুবক গুলিবিদ্ধ, ককটেলের স্প্লিন্টারে আম্বিয়া খাতুন নামের এক নারীসহ সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সিফাত ও আম্বিয়াকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। অন্য আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

তবে ঘটনার পর উভয় পক্ষের কাউকে না পাওয়ায় কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ গুরুতর দুজনকে ঢামেকে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া আহত বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের সৃষ্টি হয়। বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি