হোম > সারা দেশ > টাঙ্গাইল

‘এক বছরেই পাঠকের মন জয় করেছে আজকের পত্রিকা’

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ‘দৈনিক আজকের পত্রিকা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন প্রতিনিধি ও পত্রিকার পাঠকেরা। আজ সোমবার বেলা ১১টার দিকে বাসাইল প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজি অলিদ ইসলাম বলেন, ‘পাঠকের ভালোবাসা আর ‘আজকের পত্রিকা’র একঝাঁক তরুণ ও মেধাবী সংবাদকর্মীর অক্লান্ত পরিশ্রমে পত্রিকাটি এগিয়ে যাচ্ছে। ফলে মাত্র এক বছরেই পত্রিকাটি পাঠকের মন জয় করে এরই মধ্যে সাফল্য অর্জন করেছে। তথ্য ও প্রযুক্তি নির্ভর এ পত্রিকাটি সত্য ও ন্যায়ের পথে থেকে দেশের শীর্ষস্থানীয় পত্রিকায় পরিণত হবে এমনটাই প্রত্যাশা করছি।’ 

বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সভাপতি ও আজকের পত্রিকার বাসাইল প্রতিনিধি এম শহিদুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভিন, বাসাইল পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, বাসাইল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয়, প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি এমকে ভূঁইয়া সোহেল, বাসাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা টিবির প্রতিনিধি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি মাসুদ রানাসহ বাসাইল প্রেসক্লাব এবং রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকেরা।

মোছাব্বির হত্যায় গ্রেপ্তার দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার