হোম > সারা দেশ > ঢাকা

বনশ্রীতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক, ঢাকা  

প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে। তাঁর নাম মাহবুব হোসেন (৩৪)।

আজ শনিবার বিকেল ৪টায় খিলগাঁও দক্ষিণ বনশ্রী এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত মাহবুবের চাচাতো ভাই মো. রাকিব হোসেন বলেন, তাঁদের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার কিংবাজেউরা গ্রামে। বাবার নাম রফিকুল ইসলাম। বর্তমানে দক্ষিণ বনশ্রীর ওই ভবনেই থাকতেন।

তিনি আরও বলেন, তাঁর ভাই মাহবুব দক্ষিণ বনশ্রীর ওই ভবনের বিদ্যুৎ মিস্ত্রির কাজ করতেন। ঘটনার সময় ভবনের ৬ তলায় বিদ্যুতের নতুন সংযোগ দিচ্ছিলেন। তখন বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে তাঁর সহকর্মীরা স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যার দিকে খিলগাঁও থেকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানান, ওই যুবক বিদ্যুতায়িত হয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি