হোম > সারা দেশ > ঢাকা

বনশ্রীতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক, ঢাকা  

প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে। তাঁর নাম মাহবুব হোসেন (৩৪)।

আজ শনিবার বিকেল ৪টায় খিলগাঁও দক্ষিণ বনশ্রী এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত মাহবুবের চাচাতো ভাই মো. রাকিব হোসেন বলেন, তাঁদের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার কিংবাজেউরা গ্রামে। বাবার নাম রফিকুল ইসলাম। বর্তমানে দক্ষিণ বনশ্রীর ওই ভবনেই থাকতেন।

তিনি আরও বলেন, তাঁর ভাই মাহবুব দক্ষিণ বনশ্রীর ওই ভবনের বিদ্যুৎ মিস্ত্রির কাজ করতেন। ঘটনার সময় ভবনের ৬ তলায় বিদ্যুতের নতুন সংযোগ দিচ্ছিলেন। তখন বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে তাঁর সহকর্মীরা স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যার দিকে খিলগাঁও থেকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানান, ওই যুবক বিদ্যুতায়িত হয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ