হোম > সারা দেশ > ঢাকা

সাভারে সাবেক ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুল ইসলামকে আটক করেছে যৌথ বাহিনী। আজ রোববার বিকেলে সাভার পৌর এলাকার বাজার রোডের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র–জনতাকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। 

র‍্যাব-৪ সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান সাইদুল ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, ২০১৮ সালে সাইদুল ইসলামকে সভাপতি ও মনিরুল ইসলাম মনিরকে সাধারণ সম্পাদক করে ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। নানা বিতর্কের কারণে চলতি বছর ২২ মার্চ সাইদুল ইসলাম ও মনিরুল ইসলামের কমিটি বিলুপ্তি ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সাভারে নিহতদের পরিবারের পক্ষ থেকে সাভার থানায় বেশ কয়েকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ওই সব মামলার কয়েকটিতে সাইদুল ইসলামের নাম রয়েছে। 

সাইদুল ইসলামের বাবা ব্যবসায়ী জজ মিয়া বলেন, ‘আজ বিকেলের দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমার বাসায় ঢুকে সাইদুলকে খোঁজাখুঁজি করেন। সাইদুল ঘর থেকে বের হলেই তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।’ 

র‍্যাব-৪ সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে আজ ছাত্রলীগ নেতা সাইদুল ইসলামকে আটক করা হয়েছে। আটকের পর তাঁকে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু