হোম > সারা দেশ > ঢাকা

কোটা সংস্কার আন্দোলন: পুলিশের বাধা পেরিয়ে জিরো পয়েন্টে জবি শিক্ষার্থীদের অবস্থান 

জবি সংবাদদাতা 

সরকারি চাকরিতে কোটা নিয়ে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ষষ্ঠ দিনের মতো আজ সোমবার রাজপথে নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আশপাশের কলেজের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধাক্কাধাক্কি হয়েছে। পুলিশের বাধা পেরিয়ে তাঁরা এখন গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থান নিয়েছেন।

আজ সোমবার পুলিশের কাছ থেকে বংশাল পর্যন্ত অনুমতি নিয়েছিলেন শিক্ষার্থীরা। কিন্তু পরবর্তী সময়ে বিক্ষোভ মিছিলটি বংশালের রাজ্জাক হোটেলের সামনে আসলে পুলিশের মানব ব্যারিকেড ভেদ করে গুলিস্তান অভিমুখী হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি ফুলবাড়িয়া পৌঁছালে পুলিশ ফের বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীরা ধাক্কাধাক্কি করে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে অগ্রসর হয়।

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘আমরা আজ গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করব।’

দায়িত্বরত কোতোয়ালি থানার অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. বদরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের বংশাল, আলুবাজার ও ফুলবাড়িয়াতে বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু তারা সব বাধা উপেক্ষা করে জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট