হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে তিন কোটি টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেপ্তার

প্রতিনিধি, উত্তরা-বিমানবন্দর (ঢাকা)

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিন কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ সময় কাস্টমস কর্তৃপক্ষ মাহিন উদ্দিন নামের এক যাত্রীকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, সোমবার বিকেল ৩টা ১১ মিনিটে সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৪০৪০ ফ্লাইটের ওই যাত্রীকে আটক করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।

এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের উপ-কমিশনার মোহাম্মদ আব্দুস সাদেক জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ থেকে কুমিল্লা জেলার মাহিন উদ্দিন নামের এক যাত্রীকে আটক করা হয়। পরবর্তীতে ওই যাত্রীকে গ্রিন চ্যানেলে নিয়ে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তল্লাশি করা হয়। পরে যাত্রীর সঙ্গে থাকা কালো রঙের একটি হ্যান্ড ব্যাগের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩৭ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি বলেন, জব্দকৃত এসব স্বর্ণের ওজন ৪ কেজি ২৯২ গ্রাম। যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।

ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিসি আব্দুস সাদেক জানান, কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কুমিল্লা সদরের জাকির হোসেন নামে একজন পরিচিত প্রবাসী তাঁর কাছে এসব গোল্ডবার দেয়। শাহজালালে বিমানবন্দরে আসার পরে এয়ারপোর্টের বাইরে কেউ একজন ফোন করে এসব গোল্ডবারগুলো গ্রহণ করবে বলে তিনি জানান।

এ ঘটনায় জব্দকৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস ও অন্যান্য আইনে ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়ের করে তাঁকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে কাস্টম হাউসের এই কর্মকর্তা।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ