হোম > সারা দেশ > ঢাকা

ডিজিটাল হাটে এক হাজার কোটি টাকার পশু বিক্রি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোরবানির পশু বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম ডিজিটাল হাটের মাধ্যমে এবার ৭৬ হাজার ৯৮৩টি পশু বেচাকেনা হয়েছে। যার মূল্য ১ হাজার ৮ কোটি টাকা। এরমধ্যে ডিজিটাল হাট এবং এর সঙ্গে সংযুক্ত সারা দেশের আঞ্চলিক হাটের ৫৯ হাজার ৪৮১টি পশু বিক্রি হয়েছে ৮৬৬ কোটি টাকায়। আর মার্চেন্ট এবং খামারিদের ১৭ হাজার ৫০২টি পশু বিক্রি হয়েছে ১৪২ কোটি টাকায়। ডিজিটাল হাটের তত্ত্বাবধানে থাকা এটুআই (একসেস টু ইনফরমেশন) এর পক্ষ থেকে এ সব তথ্য জানানো হয়েছে। 

এর আগে গত বছর ডিজিটাল হাট থেকে ৩ লাখ ৮৭ হাজার কোরবানির পশু বেচাকেনা হয়েছিল। যার বাজারমূল্য ছিল আড়াই হাজার কোটি টাকা। 

সংশ্লিষ্টরা বলছেন, করোনার বিধিনিষেধ না থাকায় এবার অনলাইনে পশু বিক্রি কমেছে। তা ছাড়া গত বছর ঈদের ১১ দিন আগে ডিজিটাল হাট চালু হয়েছিল। আর এবার ডিজিটাল হাট শুরু হয় ঈদের মাত্র ছয়দিন আগে। এ কারণেও এ বছর এই হাটের মাধ্যমে কম পশু বিক্রি হয়েছে বলে মনে করা হচ্ছে। 

এ বিষয়ে এটুআই এর হেড অব ই-কমার্স রেজওয়ানুল হক জামি বলেন, ‘এবার স্বাভাবিকভাবেই বিক্রি কম হয়েছে। তবে আমরা এবার প্রচুর নতুন ক্রেতা পেয়েছি। ঢাকার বাইরেও প্রচুর পশু বিক্রি হয়েছে। এটা আমাদের বুঝিয়ে দেয় যে ডিজিটাল হাট এখন আর শহরকেন্দ্রিক কোনো কনসেপ্ট না। সারা দেশেই অনলাইনে পশুর ক্রেতা বাড়ছে।’ 

উল্লেখ্য, করোনার বিধিনিষেধের কারণে ২০২০ সালে প্রথমবারের মতো অনলাইনে প্ল্যাটফর্মে (ডিজিটাল পশুর হাট) কোরবানির পশু কেনাবেচা শুরু হয়। সে বছর কেবল ঢাকা শহরেই এই হাটের কেনাবেচা সীমাবদ্ধ ছিল। ২৭ হাজার পশু বিক্রি হয় সে বছর। এরপর গত বছর সারা দেশে আঞ্চলিক অনলাইন হাটগুলোকেও ডিজিটাল হাটের সঙ্গে সম্পৃক্ত করা হয়। আর এ বছর সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগের অধীনে স্থায়ীভাবে বসানো হয় ডিজিটাল হাট। 

সারা বছরব্যাপী এ হাটে পশু কেনাবেচা করা যাবে। গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট ও মহিষ ক্যাটাগরিতে দেশের ৯৫০ টিরও অধিক হাট এবং বিভিন্ন এলাকার ৭০টি খামারকে ডিজিটাল হাটের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। 

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত

ওসমান হাদি হত্যার প্রতিবাদে ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান

আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান বাড়ছে

ধানমন্ডির ছায়ানট ভবনে অগ্নিসংযোগ, নিরাপত্তা জোরদার

ঢাকার রাস্তায় বাড়বে এসি বাস

ধানমন্ডি ৩২ নম্বরে মাঝরাতে আগুন-ভাঙচুর