হোম > সারা দেশ > ঢাকা

অপ্রয়োজনীয় সিজার: নীতিমালা অনুসারে পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অপ্রয়োজনীয় সিজার বন্ধে নীতিমালা অনুসারে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে অপ্রয়োজনীয় সিজার বন্ধে ব্যাপক প্রচারের ব্যবস্থা করতে বলা হয়েছে। অপ্রয়োজনীয় সিজার কার্যক্রম বন্ধে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এই রায় দেন।

রায়ের পর রিটের পক্ষে থাকা আইনজীবী রাশনা ইমাম সাংবাদিকদের বলেন, ‘এখন থেকে অপ্রয়োজনীয় সিজার বন্ধে কঠোরভাবে নীতিমালা মানতে হবে। নীতিমালায় অপ্রয়োজনীয় সিজার বন্ধে পর্যাপ্ত মনিটরিংয়ের কথা বলা আছে। এ ছাড়া সিজারের ক্ষেত্রে সকল তথ্য সংরক্ষণের কথা বলা হয়েছে। রায়ে নীতিমালাকে আইনের অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে।’  

ডেপুটি এটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত বলেন, ‘অপ্রয়োজনীয় সিজার বন্ধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা নীতিমালার বিষয়ে ব্যাপক প্রচার চালাতে বলা হয়েছে। এ ছাড়া নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে আরও একটি রায়ে হাইকোর্ট এমন অভিমত পোষণ করেন।’

এর আগে অপ্রয়োজনীয় সিজার নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে রিট করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। ওই রিটের পরিপ্রেক্ষিতে অপ্রয়োজনীয় সিজার বন্ধে নীতিমালা তৈরিতে কমিটি গঠনের জন্য ২০১৯ সালের ৩০ জুন নির্দেশ দেন হাইকোর্ট। ২০২১ সালের ২১ নভেম্বর নীতিমালা তৈরি করে হাইকোর্টে জমা দেয়া হয়।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ