হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় হামলাকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

গতকাল শনিবার রাতে সদর থানা এলাকায় এই ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–আলম চাঁন (২৯), শরীফ (২০) ফাহিম (২০), নাছির আহম্মেদ (৩৭) ও রতন হাওলাদার (৩০)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শনিবার রাতে জিমখানা এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে অভিযান চালায় পুলিশ। ওই সময় আসামি গ্রেপ্তারের পর ছিনিয়ে নিতে হামলা চালায় তাদের স্বজন ও সহযোগীরা।

এ সময় রিপন (২৫), লাল চাঁন (২৫), তানভীর (২২), রিফাত (২৩), আলামিন (৩৩), শাহিনুর বেগম (৫৭), আলো বেগম (৪০), স্বপন (৩২), বাবু (২২), আলী জানসহ (৫২) অজ্ঞাতনামা ১৫ / ২০ জন পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যদের মারধর করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে।’

ওসি নাছির উদ্দিন আরও বলেন, ‘গ্রেপ্তারদের কাছ থেকে ১৪৬টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে আলম চান পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে অন্তত ১৩টি মামলা রয়েছে। আসামিদের আজ (রোববার) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার