হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় হামলাকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

গতকাল শনিবার রাতে সদর থানা এলাকায় এই ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–আলম চাঁন (২৯), শরীফ (২০) ফাহিম (২০), নাছির আহম্মেদ (৩৭) ও রতন হাওলাদার (৩০)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শনিবার রাতে জিমখানা এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে অভিযান চালায় পুলিশ। ওই সময় আসামি গ্রেপ্তারের পর ছিনিয়ে নিতে হামলা চালায় তাদের স্বজন ও সহযোগীরা।

এ সময় রিপন (২৫), লাল চাঁন (২৫), তানভীর (২২), রিফাত (২৩), আলামিন (৩৩), শাহিনুর বেগম (৫৭), আলো বেগম (৪০), স্বপন (৩২), বাবু (২২), আলী জানসহ (৫২) অজ্ঞাতনামা ১৫ / ২০ জন পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যদের মারধর করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে।’

ওসি নাছির উদ্দিন আরও বলেন, ‘গ্রেপ্তারদের কাছ থেকে ১৪৬টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে আলম চান পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে অন্তত ১৩টি মামলা রয়েছে। আসামিদের আজ (রোববার) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী

হাদিকে গুলি: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা ডিএমপির

কেরানীগঞ্জে মার্কেটে আগুন: জ্বলছে কোটি টাকার দোকান, নির্বাক তাকিয়ে সালাম-সোহেল