হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে গাছের নিচে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে গাছের নিচে চাপা পড়ে সাহিদা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত বৃদ্ধা উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের মৃত ফজলুল হকের স্ত্রী। 

নিহতের মেয়ে মাহফুজা বলেন, ‘সৃজিত বনভূমিতে উপকারভোগীদের বরাদ্দ করা প্লট থেকে গত দুদিন ধরে আকাশমণিগাছ কাটা হচ্ছে। কোনো ধরনের নিরাপত্তা ছাড়া এলোপাতাড়িভাবে গাছ কাটা হচ্ছে। আমার মা ওই স্থানে শুকনো লাকড়ি কুড়াতে যায়। এ সময় কাঠুরিয়ারা একটি গাছের গোড়া কেটে নিচে ফেলার সময় মা এর নিচে চাপা পড়ে। এতে আমার মায়ের মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. ওমর ফারুক বলেন, স্থানীয় বাসিন্দা এবায়েত উল্লাহ্ নামের এক ব্যক্তি বন বিভাগের একটি প্লট বরাদ্দ পান। বন বিভাগের নিয়ম অনুযায়ী সেই প্লট বিক্রি হয়। মেসার্স সেতু স্টিম্বার নামে একটি স মিল মালিক গাছগুলো কেনেন। তিনি স্থানীয় ব্যাপারীদের মাধ্যমে গাছগুলো কাটাচ্ছেন। গাছ কাটার সময় সেখানে এক নারী লাকড়ি কুড়ানোর সময় গাছের নিচে চাপা পড়ে তাঁর মৃত্যু হয়। 

সেতু স্টিম্বার স মিলের মালিক গিয়াস উদ্দিনের মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট