হোম > সারা দেশ > ঢাকা

পর্নোগ্রাফি আইনে মামলা: আসামিকে জামিন না দিয়ে পুলিশে দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পর্নোগ্রাফি আইনের মামলার আসামি পলাশ মিয়াকে জামিন না দিয়ে পুলিশে দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো.আতাবুল্লাহর বেঞ্চ এই আদেশ দেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে আসামিকে সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করতে। 

ওই বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল কেএম মাসূদ রুমি আজকের পত্রিকাকে বলেন, ‘আসামি পক্ষের আইনজীবী মামলাটি নটপ্রেস করতে চেয়েছিলেন। তবে আদালত সে আবেদন নামঞ্জুর করে বলেছেন, এ ধরনের অপরাধীদের ছেড়ে দিলে সমাজে ভিন্ন বার্তা যাবে। আমরা বার্তা দিতে চাই এ ধরনের অপরাধ করে কেউ পার পাবে না।’ 

এর আগে গত বছরের ২০ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় মামলা করেন ভুক্তভোগী নারীর মা। মামলায় বলা হয়, আসামির সঙ্গে তার মেয়ের পূর্ব পরিচয় ছিল। ওই সময় তার মেয়ের অজ্ঞাতসারে পর্ণ ছবি তুলে তা একাধিক আইডি থেকে ফেসবুকে প্রচার করে এবং স্বজনদের কাছে পাঠিয়ে সামাজিকভাবে হেয় করে। মেয়েকে বিয়ে দিলে তার স্বামীকে এসব ছবি দেখিয়ে সংসার না করতে চাপ দেয়। 

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা ওই মামলায় পলাশ মিয়া (২৬) ও হৃদয় চৌধুরীর (২৭) নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের আসামি করা হয়। ওই মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে এসেছিলেন পলাশ।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব