হোম > সারা দেশ > ঢাকা

একদিনে জামিন সংক্রান্ত ৩ হাজার ৬০০ রুল নিষ্পত্তি  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বিতীয় দিনে জামিন সংক্রান্ত ৩ হাজার ৬২৫টি রুল নিষ্পত্তি করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার হাইকোর্টের ১০টি বেঞ্চে ২০১৬ থেকে ২০১৯ সালের এসব রুল নিষ্পত্তি করা হয়। এর আগে বুধবার ১১টি বেঞ্চে এ রকম ৩ হাজার ৫১৪টি রুল নিষ্পত্তি করা হয়েছিল। সম্প্রতি পুরোনো জামিন সংক্রান্ত রুল নিষ্পত্তির উদ্যোগ নেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। দায়িত্ব দেওয়া হয় ১২টি বেঞ্চকে।
 
বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের বেঞ্চ থেকে ১৪৯, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ থেকে ২৮০, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ থেকে ১৪৮, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি এস এম মজিবুর রহমানের বেঞ্চ থেকে ৬০৪, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ থেকে ৪৭৮টি রুল নিষ্পত্তি হয়।
 
বিচারপতি মোস্তাফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের বেঞ্চ থেকে ৩০০, বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের বেঞ্চ থেকে ১১০, বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ থেকে ১৯৫ এবং বিচারপতি বিষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের বেঞ্চ থেকে ৩৫৬টি রুল নিষ্পত্তি হয়। আর সবচেয়ে বেশি নিষ্পত্তি হয় বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চ থেকে। এই বেঞ্চে নিষ্পত্তি হয় ১ হাজার ৫টি রুল। এর আগের দিন এই বেঞ্চ থেকে ১ হাজার ৪৯৮টি রুল নিষ্পত্তি করা হয়।
 
যারা জামিনের অপব্যবহার করেননি, যাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে কোনো অভিযোগ নেই এবং যারা নির্দিষ্ট সময় পর পর জামিনের মেয়াদ বাড়িয়েছেন এমন রুলগুলো যথাযথ ঘোষণা করা হচ্ছে। আর যাদের জামিন বাতিল হয়েছে তাদের ক্ষেত্রে রুল খারিজ করছেন হাইকোর্ট। নিষ্পত্তির আগে সকল মামলার ফাইল পরীক্ষা করে দেখছেন আদালত।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ