হোম > সারা দেশ > ঢাকা

বিয়ের অনুষ্ঠানে মদ্যপানে অসুস্থ যুবকের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার কেরানীগঞ্জে বিয়ের অনুষ্ঠানে মদ্যপানের পর অসুস্থ হয়ে জুবায়ের রহমান লামিম (১৮) নামে এক ব্যক্তি মারা গেছে। 

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কেরানীগঞ্জের পূর্ব চড়াই বনডাকপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। 

লামিমের বাবা বলেন, ‘গত বুধবার রাতে এলাকায় তাদের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল লামিম। সেখান থেকে ফিরে অসুস্থতা অনুভব করাসহ বমি করছিল। লামিম বলছিল পেট ব্যথা করছে তার। সর্বশেষ আজ শুক্রবার সকালে বাসায় অনেক বেশি অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।’ 

তিনি আরও বলেন, তিনি নিজে জর্দার ব্যবসা করেন। ছেলে কয়েক বছর আগে পড়ালেখা বাদ দিয়ে বর্তমানে বেকার। তাঁকে সৌদি আরব পাঠানোর চেষ্টা চলছিল।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘অতিরিক্ত মদ্যপানে এই কিশোরের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা কী তা বলা সম্ভব হবে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন