হোম > সারা দেশ > ঢাকা

বিয়ের অনুষ্ঠানে মদ্যপানে অসুস্থ যুবকের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার কেরানীগঞ্জে বিয়ের অনুষ্ঠানে মদ্যপানের পর অসুস্থ হয়ে জুবায়ের রহমান লামিম (১৮) নামে এক ব্যক্তি মারা গেছে। 

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কেরানীগঞ্জের পূর্ব চড়াই বনডাকপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। 

লামিমের বাবা বলেন, ‘গত বুধবার রাতে এলাকায় তাদের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল লামিম। সেখান থেকে ফিরে অসুস্থতা অনুভব করাসহ বমি করছিল। লামিম বলছিল পেট ব্যথা করছে তার। সর্বশেষ আজ শুক্রবার সকালে বাসায় অনেক বেশি অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।’ 

তিনি আরও বলেন, তিনি নিজে জর্দার ব্যবসা করেন। ছেলে কয়েক বছর আগে পড়ালেখা বাদ দিয়ে বর্তমানে বেকার। তাঁকে সৌদি আরব পাঠানোর চেষ্টা চলছিল।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘অতিরিক্ত মদ্যপানে এই কিশোরের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা কী তা বলা সম্ভব হবে।’

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ