হোম > সারা দেশ > ঢাকা

বিয়ের অনুষ্ঠানে মদ্যপানে অসুস্থ যুবকের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার কেরানীগঞ্জে বিয়ের অনুষ্ঠানে মদ্যপানের পর অসুস্থ হয়ে জুবায়ের রহমান লামিম (১৮) নামে এক ব্যক্তি মারা গেছে। 

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কেরানীগঞ্জের পূর্ব চড়াই বনডাকপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। 

লামিমের বাবা বলেন, ‘গত বুধবার রাতে এলাকায় তাদের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল লামিম। সেখান থেকে ফিরে অসুস্থতা অনুভব করাসহ বমি করছিল। লামিম বলছিল পেট ব্যথা করছে তার। সর্বশেষ আজ শুক্রবার সকালে বাসায় অনেক বেশি অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।’ 

তিনি আরও বলেন, তিনি নিজে জর্দার ব্যবসা করেন। ছেলে কয়েক বছর আগে পড়ালেখা বাদ দিয়ে বর্তমানে বেকার। তাঁকে সৌদি আরব পাঠানোর চেষ্টা চলছিল।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘অতিরিক্ত মদ্যপানে এই কিশোরের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা কী তা বলা সম্ভব হবে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট