হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাক উল্টে ১০ কিলোমিটার যানজট

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে একটি সিমেন্টবোঝাই ট্রাক উল্টে গেলে যানবাহন চলাচলা বন্ধ হয়ে যায়। আজ শুক্রবার ভোরে সড়কের পৌলি এলাকায় উত্তরাঞ্চলগামী লেনে ট্রাকটি উল্টে গেলে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তা সরিয়ে নিতে দেড় ঘণ্টা সময় লাগে।

আজ শুক্রবার সকালে সরেজমিন ঘুরে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ বেড়েছে। সড়কের পৌলি এলাকায় ওই দুর্ঘটনার রেষ পড়েছে পুরো সড়কে। টাঙ্গাইল বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। গাড়িগুলো চলছে খুবই ধীরে।

এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম রাসেল আজকের পত্রিকাকে বলেন, সকালে সিমেন্টবোঝাই ট্রাকটি সড়কে উল্টে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। ট্রাকটি সরাতে দেড় ঘণ্টা সময় লাগে। পরে যান চলাচল শুরু হয়। দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে। সড়কে ৭৬৫ জন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু