হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জের কায়েতপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান জাহেদ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জাহেদ আলীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার দুপুরে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ছাত্র আন্দোলনে স্কুলছাত্র রোমানকে গুলি করে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে।

র‍্যাব-১-এর পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবির হোসেন এই তথ্য জানিয়েছেন।

র‍্যাব জানায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগ করলে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে ছাত্র-জনতা আনন্দ মিছিল বের করে। এ সময় মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। গুলিতে নিহত হয় স্থানীয় নব কিশলয় স্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া। এ ঘটনায় নিহতের খালা রিনা বেগম বাদী হয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, কায়েতপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান জাহেদ আলীসহ ৪৫ জনের নাম উল্লেখসহ মামলা করা হয়।

মামলার পর থেকে পলাতক ছিলেন জাহেদ আলী। আজ দুপুরে র‍্যাব অভিযান চালিয়ে রাজধানীর বনশ্রী থেকে তাঁকে গ্রেপ্তার করে। তাঁকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন