হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও বাগিচা এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় এনায়েত উল্লাহ আনিছ (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন।

আজ বুধবার রাত সোয়া ৮টার দিকে খিলগাঁও বাগিচা হিকমাহ আই হাসপাতালের বিপরীত পাশের রেললাইনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত এনায়েত উল্লাহ আনিছের বড় ভাই মো. শাখায়েতুল্লাহ আজম বলেন, তাদের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার জয়কালিপুর গ্রামে। বর্তমানে খিলগাঁও বাগিচা এলাকাতে নিজেদের বাসায় থাকেন। বাবার নাম এএনএম শহিদুল্লাহ। ব্যবসা করতেন। অবিবাহিত ছিলেন তিনি।

তিনি আরও বলেন, রাতে বাসা থেকে মসজিদে নামাজ পড়তে বের হন। কিছুক্ষণ পর জানতে পারেন বাগিচা এলাকাতে রেললাই অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় আহত হয়েছেন। পরে দ্রুত সেখান থেকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খিলগাঁও বাগিচা এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় স্বজনরা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, ওই ব্যক্তি ট্রেনের ধাক্কা খেয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

টঙ্গিবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল