হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও বাগিচা এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় এনায়েত উল্লাহ আনিছ (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন।

আজ বুধবার রাত সোয়া ৮টার দিকে খিলগাঁও বাগিচা হিকমাহ আই হাসপাতালের বিপরীত পাশের রেললাইনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত এনায়েত উল্লাহ আনিছের বড় ভাই মো. শাখায়েতুল্লাহ আজম বলেন, তাদের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার জয়কালিপুর গ্রামে। বর্তমানে খিলগাঁও বাগিচা এলাকাতে নিজেদের বাসায় থাকেন। বাবার নাম এএনএম শহিদুল্লাহ। ব্যবসা করতেন। অবিবাহিত ছিলেন তিনি।

তিনি আরও বলেন, রাতে বাসা থেকে মসজিদে নামাজ পড়তে বের হন। কিছুক্ষণ পর জানতে পারেন বাগিচা এলাকাতে রেললাই অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় আহত হয়েছেন। পরে দ্রুত সেখান থেকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খিলগাঁও বাগিচা এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় স্বজনরা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, ওই ব্যক্তি ট্রেনের ধাক্কা খেয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন