মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে আইনজীবী সাইফুর রেজার সদস্যপদ স্থগিত করেছে সুপ্রিম কোর্ট বার। বারের সভাপতি মমতাজ উদ্দিন ফকির সদস্যপদ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী সাইফুর রেজার সদস্যপদ স্থগিতের বিষয়ে বার কাউন্সিলে অভিযোগ কিংবা থানায় মামলার বিষয়ে বারের সভাপতি মমতাজ উদ্দিন ফকির বলেন, ‘সেগুলো যে কেউ চাইলেই করতে পারে। বারের পক্ষ থেকে যতটুকু করণীয় আমরা করেছি।’
এদিকে, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে আইনজীবীরা সুপ্রিম কোর্ট বারে বিক্ষোভ মিছিল করেছেন। সেই সঙ্গে সাইফুর রেজার কক্ষে চেয়ার-টেবিল ও বই রাখার তাক ভাঙচুর করেছেন। এ সময় বিক্ষুব্ধ আইনজীবীরা সমিতির সভাপতির কক্ষের সামনে প্রতিবাদ সমাবেশ করে অবিলম্বে সাইফুর রেজাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমেও সাইফুর রেজার শাস্তির দাবি জানিয়েছেন অনেক আইনজীবী।