হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৪৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ বুধবার বিকেলে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভৈরব পৌর শহরের নাটালের মোড়ে চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করে ডিবি পুলিশ।

আটক দুই মাদক কারবারি হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার লোনতলা এলাকার মো. সানোয়ার কবিরাজের ছেলে মো. লাইজু কবিরাজ (২৭), কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর-কাওনা এলাকার আবুল কালামের ছেলে মো. আলী আকবর (৩০)। 

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে টোল প্লাজার ১৫০ গজ পশ্চিমে ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড় এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করি। পরে সন্ধ্যার দিকে অভিযান পরিচালনা করে একটি পিকআপ থাকা ৪৫ কেজি গাঁজা উদ্ধার করি। তখন মো. লাইজু কবিরাজ ও মো. আলী আকবরকে গ্রেপ্তার করা হয়।’

তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে তারা গাঁজা বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির