হোম > সারা দেশ > গাজীপুর

গাড়িতে আগুন দিতে গিয়ে সাবেক ছাত্রদল নেতা আটক: পুলিশ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে গাড়িতে আগুন দিতে যাওয়া সাবেক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্যান্য নেতা-কর্মীরা দৌড়ে পালিয়ে যান। 

আজ সোমবার সন্ধ্যায় টঙ্গীর চেরাগআলী এলাকায় এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তারকৃত সাবেক ছাত্রদল নেতা হলেন—সাইফুল ইসলাম নয়ন (২৩)। তিনি টঙ্গীর গাজীপুরা চন্দ্রিমা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। নয়ন টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। 

টঙ্গী থানা-পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় টঙ্গীর চেরাগআলী এলাকায় ছাত্রদলের ১০-১২ জন নেতা-কর্মী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী লেনে পেট্রল বোমা দিয়ে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় সড়কে থাকা টঙ্গী পশ্চিম থানা-পুলিশের একটি টহল দল তাদের দেখতে পেয়ে ধাওয়া দিলে নেতা-কর্মীরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশের আটক হন ছাত্রদল নেতা সাইফুল। পরে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ ছাত্রদল নেতা সাইফুলকে টঙ্গী পূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘ছাত্রদল নেতাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তার কাছ থেকে পেট্রল বোমা উদ্ধার হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন