হোম > সারা দেশ > গাজীপুর

গাড়িতে আগুন দিতে গিয়ে সাবেক ছাত্রদল নেতা আটক: পুলিশ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে গাড়িতে আগুন দিতে যাওয়া সাবেক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্যান্য নেতা-কর্মীরা দৌড়ে পালিয়ে যান। 

আজ সোমবার সন্ধ্যায় টঙ্গীর চেরাগআলী এলাকায় এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তারকৃত সাবেক ছাত্রদল নেতা হলেন—সাইফুল ইসলাম নয়ন (২৩)। তিনি টঙ্গীর গাজীপুরা চন্দ্রিমা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। নয়ন টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। 

টঙ্গী থানা-পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় টঙ্গীর চেরাগআলী এলাকায় ছাত্রদলের ১০-১২ জন নেতা-কর্মী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী লেনে পেট্রল বোমা দিয়ে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় সড়কে থাকা টঙ্গী পশ্চিম থানা-পুলিশের একটি টহল দল তাদের দেখতে পেয়ে ধাওয়া দিলে নেতা-কর্মীরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশের আটক হন ছাত্রদল নেতা সাইফুল। পরে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ ছাত্রদল নেতা সাইফুলকে টঙ্গী পূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘ছাত্রদল নেতাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তার কাছ থেকে পেট্রল বোমা উদ্ধার হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী

হাদিকে গুলি: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা ডিএমপির

কেরানীগঞ্জে মার্কেটে আগুন: জ্বলছে কোটি টাকার দোকান, নির্বাক তাকিয়ে সালাম-সোহেল

কেরানীগঞ্জে জাবালে নূর সুপার মার্কেটে আগুন, উদ্ধার ৪২