হোম > সারা দেশ > ঢাকা

মেট্রোরেলের নিখোঁজ প্রকৌশলী বাসায় ফিরেছেন

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

নিখোঁজের চার দিন পর স্বেচ্ছায় ফিরে এসেছেন মেট্রোরেলের এমআরটি লাইন-৬ প্রকল্পের প্রকৌশলী শাহরিয়ার কবির রিস্তার (২৮)। 

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে তাঁর এক বন্ধুর বাসায় ফিরে আসেন রিস্তার। পরে খবর পেয়ে সেখান থেকে তাঁর মা রাশিদা আক্তার সাহান তাঁকে আজিমপুরের বাসায় নিয়ে যান। 

এর আগে গত রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রিস্তার ডিউটি শেষ করে মোবাইল, ল্যাপটপ রেখে অফিস থেকে বের হন। এরপর তিনি বাসায় ফেরেননি। তাঁর খোঁজও পাওয়া যায়নি। এ ঘটনায় ডিএমপির তুরাগ থানায় গত সোমবার সকালে রিস্তারের মা রাশিদা একটি জিডি করেন। 

এ বিষয়ে তুরাগ থানার ডিউটি অফিসার (এসআই) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ হওয়া প্রকৌশলী শাহরিয়ার নিজেই রোববার বিকেলে মোহাম্মদপুরের তাঁর এক বন্ধুর বাড়িতে যান। তিনি সুস্থ আছেন। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।’ 

নিখোঁজ থাকার কারণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘বিয়ে সাদি নিয়ে তাঁর পারিবারিক সমস্যা ছিল। যে কারণে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। তাই কাউকে কিছু না বলেই নিখোঁজ হন তিনি।’ 

অপরদিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রকৌশলী রিস্তার মানসিক সমস্যায় ভুগতেছিল। পরে সে নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার স্বেচ্ছায় চলে আসে।’ 

তিনি বলেন, ‘তার পরিবারে বিয়ে সাদি নিয়ে কিছু সমস্যা ছিল। যে কারণেই মানসিক সমস্যায় ভুগছিল। মূলত পারিবারিক কারণেই সে আত্মগোপনে ছিল।’ 

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত