হোম > সারা দেশ > ঢাকা

গভীর রাতে ঢামেকের সামনে ঢাকা কলেজ ছাত্রলীগের ২ নেতাকে মারধর 

ঢাবি প্রতিনিধি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের গেটে মারধরের শিকার হয়েছেন ঢাকা কলেজ ছাত্রলীগের পদপ্রত্যাশী দুই নেতা। মারধরের শিকার ছাত্রলীগের নেতারা হলেন—সাব্বির হোসাইন ও কাউসার হাসান কায়েস।

এর মধ্যে কাউসার হাসান কায়েস বেশি আহত হয়েছেন, তাঁর মাথায় ও চোখে বেশ আঘাত লেগেছে। ঢামেকে প্রাথমিক চিকিৎসা শেষে কাউসারকে রাজধানীর ধানমন্ডিস্থ পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, ঢামেকের আমতলা গেটে ঢাকা কলেজের দুই জনের বাইকের সঙ্গে অন্য একটি বাইক আকস্মিকভাবে মুখোমুখি পড়ে যায়। পরে বাইক নিয়ে দুইজন সামনে এগোতে চাইলে চারটি বাইক এসে তাদের পথ আটকিয়ে মারধর শুরু করে। তবে মারধরকারী কাউকে চিনতে পারেননি এ প্রত্যক্ষদর্শী।

আহত কাউসার হাসান বলেন, ‘মেডিকেল মোড় থেকে ক্যাম্পাসে যাওয়ার সময় বহির্বিভাগের সামনে একটি বাইক এসে পড়ে, পরে দুঃখ প্রকাশ করে চলে যাই। তখন আরও চারটি বাইক এসে—নেশা করছিস নাকি, ঢাকা কলেজ ছাত্রলীগ করোস, তাই না—ইত্যাদি বলে এলোপাতাড়ি মারধর করে। শহীদ মিনার এলাকার পুলিশ এগিয়ে এলে তারা বাইক নিয়ে পালিয়ে যায়।’ 

এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ‘ঘটনা শুনে ঢামেকে যাই। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হলে পাঠিয়েছি, আরেকজনকে পপুলারে ভর্তি করানো হয়েছে। কারা হামলার সঙ্গে জড়িত তা জানি না, বিষয়টি তদন্ত করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকেও জানানো হবে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু