হোম > সারা দেশ > ঢাকা

গভীর রাতে ঢামেকের সামনে ঢাকা কলেজ ছাত্রলীগের ২ নেতাকে মারধর 

ঢাবি প্রতিনিধি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের গেটে মারধরের শিকার হয়েছেন ঢাকা কলেজ ছাত্রলীগের পদপ্রত্যাশী দুই নেতা। মারধরের শিকার ছাত্রলীগের নেতারা হলেন—সাব্বির হোসাইন ও কাউসার হাসান কায়েস।

এর মধ্যে কাউসার হাসান কায়েস বেশি আহত হয়েছেন, তাঁর মাথায় ও চোখে বেশ আঘাত লেগেছে। ঢামেকে প্রাথমিক চিকিৎসা শেষে কাউসারকে রাজধানীর ধানমন্ডিস্থ পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, ঢামেকের আমতলা গেটে ঢাকা কলেজের দুই জনের বাইকের সঙ্গে অন্য একটি বাইক আকস্মিকভাবে মুখোমুখি পড়ে যায়। পরে বাইক নিয়ে দুইজন সামনে এগোতে চাইলে চারটি বাইক এসে তাদের পথ আটকিয়ে মারধর শুরু করে। তবে মারধরকারী কাউকে চিনতে পারেননি এ প্রত্যক্ষদর্শী।

আহত কাউসার হাসান বলেন, ‘মেডিকেল মোড় থেকে ক্যাম্পাসে যাওয়ার সময় বহির্বিভাগের সামনে একটি বাইক এসে পড়ে, পরে দুঃখ প্রকাশ করে চলে যাই। তখন আরও চারটি বাইক এসে—নেশা করছিস নাকি, ঢাকা কলেজ ছাত্রলীগ করোস, তাই না—ইত্যাদি বলে এলোপাতাড়ি মারধর করে। শহীদ মিনার এলাকার পুলিশ এগিয়ে এলে তারা বাইক নিয়ে পালিয়ে যায়।’ 

এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ‘ঘটনা শুনে ঢামেকে যাই। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হলে পাঠিয়েছি, আরেকজনকে পপুলারে ভর্তি করানো হয়েছে। কারা হামলার সঙ্গে জড়িত তা জানি না, বিষয়টি তদন্ত করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকেও জানানো হবে।’

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক