নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর আষাঢ়িয়ার চর এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনায় থানা ছাত্রদলের নেতা শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানার পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কোবাগা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের মামলায় ছাত্রদল নেতা শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। প্রকৃত ঘটনা জানার জন্য তাঁর রিমান্ডের জন্য আবেদন করা হবে।
জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামের বাসিন্দা আবুল কাসেমের ছেলে শহিদুল ইসলাম বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন।