হোম > সারা দেশ > ঢাকা

শামসের মুক্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাংবাদিক শামসের মুক্তির দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

আজ শুক্রবার বেলা ৩টার দিকে সড়কে বসে পড়েন শিক্ষার্থীরা। পূর্বঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা দুপুর ২টা থেকেই মুরাদ চত্বরে জড় হতে শুরু করেন। এ সময় সড়কের দুই পাশে শতাধিক গাড়ি আটকা পড়ে তীব্র যানজট তৈরি হয়। 

ক্যাম্পাসের আশপাশে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে রোববার (২৬ মার্চ) দৈনিক প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি হয়। বুধবার (২৯ মার্চ) পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের হয়। বুধবার ভোরে সিআইডি পরিচয়ে সাভারের বাসা থেকে তুলে নেওয়া হয় শামসকে। পরে একই দিন দিবাগত রাতেই ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা দায়ের হয় রমনা থানায়। এই মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। 

তুলে নেওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর বৃহস্পতিবার (৩০ মার্চ) রমনা থানার মামলায় শামসুজ্জামানকে আদালতে নেওয়া হয়। তখন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন শামসের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সাংবাদিক শামসকে আজ শুক্রবার কাশিমপুরে নেওয়া হয়েছে।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান