পরিবেশ নিয়েই মানুষ। পরিবেশ সুস্থ, মানুষ সুস্থ। তবে বর্তমান সময়ে পরিবেশ সুস্থ নেই। দিন দিন দূষণের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে সবক্ষেত্রে। আর এই পরিবেশ দূষণের ভয়াবহ মাত্রা রং ও তুলিতে তুলে ধরেছেন চিত্রশিল্পী তামিরা খান। আর তার প্রদর্শনীর নাম ‘সাইলেন্ট সাফারিং’।
আজ রোববার রাজধানীর মাইডাস সেন্টারের ইএমকে সেন্টারে শুরু হয়েছে তামিরা খানের পরিবেশ নিয়ে একক চিত্র প্রদর্শনী। চলবে ১২ আগস্ট পর্যন্ত সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮ পর্যন্ত।
বিকেল পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধন করেন বিখ্যাত চিত্রশিল্পী রফিকুন নবী। এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্রশিল্পী শিশির ভট্টাচার্য।
রফিকুন নবী বলেন, এই প্রদর্শনীর চিত্রগুলো বর্তমান সময়ের সঙ্গে সম্পর্কযুক্ত। তার জনপ্রিয় একটি সিরিজে তিনিও এমন মাস্ক নিয়ে কাজ করেছেন।
৩০টির অধিক চিত্রকর্মের মাধ্যমে ‘সাইলেন্ট সাফারিং’ মানুষকে পরিবেশ দূষণের ভয়াবহতার মুখোমুখি করবে।
তামিরা খান আজকের পত্রিকাকে বলেন, মানুষ নিজেকে এই পৃথিবীর অধীশ্বর ভেবে প্রাকৃতিক পরিবেশের দখল নিয়ে নিয়েছে, যা পরিবেশকে
দিন শেষে দূষণ এবং ক্ষতি ছাড়া আর কিছুই দিতে পারেনি।