হোম > সারা দেশ > ঢাকা

পরিবেশ দূষণের ভয়াবহতা নিয়ে ‘সাইলেন্ট সাফারিং’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরিবেশ নিয়েই মানুষ। পরিবেশ সুস্থ, মানুষ সুস্থ। তবে বর্তমান সময়ে পরিবেশ সুস্থ নেই। দিন দিন দূষণের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে সবক্ষেত্রে। আর এই পরিবেশ দূষণের ভয়াবহ মাত্রা রং ও তুলিতে তুলে ধরেছেন চিত্রশিল্পী তামিরা খান। আর তার প্রদর্শনীর নাম ‘সাইলেন্ট সাফারিং’। 

আজ রোববার রাজধানীর মাইডাস সেন্টারের ইএমকে সেন্টারে শুরু হয়েছে তামিরা খানের পরিবেশ নিয়ে একক চিত্র প্রদর্শনী। চলবে ১২ আগস্ট পর্যন্ত সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮ পর্যন্ত। 

বিকেল পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধন করেন বিখ্যাত চিত্রশিল্পী রফিকুন নবী। এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্রশিল্পী শিশির ভট্টাচার্য। 

রফিকুন নবী বলেন, এই প্রদর্শনীর চিত্রগুলো বর্তমান সময়ের সঙ্গে সম্পর্কযুক্ত। তার জনপ্রিয় একটি সিরিজে তিনিও এমন মাস্ক নিয়ে কাজ করেছেন। 

রফিকুন নবী বলেন, চিত্রে অনেক রঙের ব্যবহার করা হয়েছে। এতে আরও বাস্তবিক হয়েছে বিষগুলো। 

৩০টির অধিক চিত্রকর্মের মাধ্যমে ‘সাইলেন্ট সাফারিং’ মানুষকে পরিবেশ দূষণের ভয়াবহতার মুখোমুখি করবে। 

তামিরা খান আজকের পত্রিকাকে বলেন, মানুষ নিজেকে এই পৃথিবীর অধীশ্বর ভেবে প্রাকৃতিক পরিবেশের দখল নিয়ে নিয়েছে, যা পরিবেশকে
দিন শেষে দূষণ এবং ক্ষতি ছাড়া আর কিছুই দিতে পারেনি। 

তামিরা বলেন, ‘আমি ঢাকা শহরে বসবাস করি, যেটি কিনা পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে অন্যতম। তীব্র দূষণের ভেতর দিয়ে অতিবাহিত করা তার প্রতিদিনকার অভিজ্ঞতাগুলোকে, আমার ভাবনাগুলোকে আমি আমার ক্যানভাসে রং-তুলিতে ফুটিয়ে তোলার চেষ্টা করি। আমার মূল লক্ষ্য মানুষের মধ্যে পরিবেশগত সচেতনতা বৃদ্ধি করা এবং পরিবেশের প্রতি আমাদের সামষ্টিক অন্যায়ের সংশোধন করা।’

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১