হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার, সামুরাই উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেপ্তার। ছবি: র‍্যাব

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইবিরোধী বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রুপ’-এর চার সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-২। গ্রেপ্তারকৃতরা হলেন—তারেকুল ইসলাম তুহিন ওরফে শান্ত (১৯), ইমন (২০), ফজলে রাব্বি (১৯) এবং মো. রোমান (২০)। তাঁদের কাছ থেকে একটি দেশে তৈরি সামুরাই এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‍্যাব-২ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মোহাম্মদপুর এলাকাসহ আশপাশে সাম্প্রতিক সময়ে ছিনতাই ও সন্ত্রাসী তৎপরতা বেড়ে যাওয়ায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে, মোহাম্মদপুরের মোহাম্মাদিয়া হাউজিং এলাকায় একটি কিশোর গ্যাং দেশীয় অস্ত্রসহ ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ‘এলটিডি বয়েজ গ্রুপ’ নামের কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তাঁরা ছুরি ও ধারালো অস্ত্র দেখিয়ে জনসাধারণের কাছ থেকে মোবাইল, টাকা-পয়সা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত।

র‍্যাব-২ জানিয়েছে, কিশোর গ্যাং ও ছিনতাই চক্র দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ