হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে মাহিন্দ্র উল্টে চালক ও সহযোগী নিহত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে মাহিন্দ্র গাড়ি উল্টে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পথচারী আহত হয়েছেন। 

আজ সোমবার সকাল ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মাহিন্দ্রচালক এনামুল হোসেন (২৫) ও চালকের সহযোগী আরিফ শিকদার (১৭)। 

নিহত চালক এনামুল নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এলাকার সরাফাত আলী মীরার ছেলে। চালকের সহযোগী আরিফ শিকদার মাদারীপুর সদর উপজেলার মধ্যচক গ্রামের আনোয়ার শিকদারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল সকালে সহযোগী আরিফকে সঙ্গে নিয়ে পখিরা এলাকার ফারুক হাওলাদারের গ্যারেজ থেকে মাহিন্দ্র গাড়ি নিয়ে বের হন। সড়কে উঠতে গিয়ে চালক এনামুল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায় মাহিন্দ্রটি উল্টে যায়। এতে চালক এনামুল ও তাঁর সহযোগী আরিফ ঘটনাস্থলে মারা যান। এ সময় সড়কের পাশে থাকা দুই পথচারীও আহত হন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, মাহিন্দ্র উল্টে চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। গ্যারেজ থেকে গাড়িটি বের করে সড়কে ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে।

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট