হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রীদের ওয়াশ রুমে ঢুকে ছাত্রলীগ নেতার কাণ্ড 

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রীদের বাথরুমে ঢুকে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা তানজিন আল আমিনের বিরুদ্ধে। গতকাল বুধবার সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

তানজিন আল আমিন ছাত্রলীগের উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি স্যার এ এফ রহমান হল সংসদের সাবেক সমাজসেবা সম্পাদকও ছিলেন। 

এই ঘটনায় ভুক্তভোগী এক ছাত্রী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটুর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তানজিন মাতাল অবস্থায় ছিলেন বলে উল্লেখ করেছেন অভিযোগকারী ছাত্রী। 

অভিযোগ পত্রে ভুক্তভোগী উল্লেখ করেন, ‘রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিন আল আলামিন মদ্যপ অবস্থায় নারীদের ওয়াশ রুমে প্রবেশ করে অর্ধনগ্ন অবস্থায় আমার দিকে অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করেন। অভব্যতার কারণ জিজ্ঞাসা করা হলে বাথরুম থেকে বেরিয়ে এসে তানজিন ও তার সঙ্গে থাকা কয়েকজনকে “দেখে নেওয়ার” হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।’ 

টিএসসি এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যাবে বলেও উল্লেখ করেন ভুক্তভোগী শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থী মানসিকভাবে ট্রমায় আছেন বলেও জানান ৷ 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে তানজিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ভুল করে মেয়েদের ওয়াশ রুমে ঢুকেছিলাম। বুঝতে পেরে দ্রুত বের হয়ে ছেলেদের ওয়াশ রুমে যাই। ওই ছাত্রী এবং তার বন্ধুদের কাছে একাধিকবার দুঃখ প্রকাশ করেছি। ক্ষমা চেয়েছি। ক্ষমা চাইতে আবার প্রয়োজনে তার কাছে যাব। পুরো ঘটনাটি ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। আমি মাতাল অবস্থায় ছিলাম না। কেন আমার বিরুদ্ধে এ গুরুতর অভিযোগ তা বুঝতে পারছি না।’ 

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি ৷’

টঙ্গিবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল