হোম > সারা দেশ > ঢাকা

ফকিরাপুলে পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির মহাসমাবেশ চলাকালীন গতকাল শনিবার সংঘর্ষে রাজধানীর ফকিরাপুলে পুলিশ সদস্য আমিরুল পারভেজ নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান আজ রোববার এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।  

গ্রেপ্তার দুজন হলেন শামীম রেজা ও মো. সুলতান। শামীম রেজা গাইবান্ধার পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক । তাঁকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়। মো. সুলতানকে ডেমরা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর পরিচয় জানায়নি পুলিশ।

আজ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে নিহত পুলিশ সদস্যের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ডিএমপি কমিশনার বলেন, ‘যারা এই ঘটনা ঘটিয়েছে তাঁদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যা কিছু করার সব করা হবে। আইজিপি স্যারের নির্দেশে ইতিমধ্যে দুজন আসামি যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত তাঁদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’ 

এর আগে আমিরুল পারভেজ নিহতের ঘটনায় হত্যা মামলা করে পুলিশ। পল্টন থানার ওই মামলায় বিএনপি নেতা–কর্মীদের আসামি করা হয়েছে। আজ সকালে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। 

নিহত কনস্টেবল আমিরুল পারভেজ ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম শাখায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুরে। 

গতকাল শনিবার বিএনপির মহাসমাবেশ চলাকালীন দায়িত্ব পালন করছিলেন নিহত আমিরুল। এ সময় বিএনপি নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। আমিরুলকে একা পেয়ে তাঁকে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ