হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে মো. ইদ্রিস আলী (৪৯) নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত জাহাঙ্গীরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে টঙ্গীর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জাহাঙ্গীর দিনাজপুরের খানসামা উপজেলার কায়েমপুর গ্রামের রমজান আলীর ছেলে। তিনি টঙ্গীর মিরাশপাড়া এলাকায় শাহিনের বাড়িতে ভাড়া থাকতেন।

আজ বেলা ৩টার দিকে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ, দক্ষিণ) মো. আলমগীর হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৫ সেপ্টেম্বর রাত ১টার দিকে পূর্ব আরিচপুর ভূঁইয়াপাড়া এলাকার একটি পরিত্যক্ত কক্ষে ইদ্রিস ও তাঁর কয়েকজন বন্ধুকে বসে থাকতে দেখে স্থানীয়রা। পরদিন সকালে ওই কক্ষে ইদ্রিসের রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রাতে ইদ্রিসের ছোট ভাই এরশাদ হোসেন বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা করেন।

পুলিশ জানায়, ইদ্রিস আলী ও জাহাঙ্গীর দুজন বন্ধু ছিলেন। আজ মঙ্গলবার ভোরে জাহাঙ্গীরকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হয়। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর স্বীকার করেছেন। জাহাঙ্গীর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডে চাওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামুনুর রশীদ ও পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন