হোম > সারা দেশ > ঢাকা

ভোটার উপস্থিতি এখনো কম ঢাকা-৮ ও ৯ আসনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হলেও সকালের দিকে খুব বেশি ভোটার উপস্থিতি দেখা যায়নি ঢাকা-৮ ও ঢাকা-৯ আসনের বিভিন্ন কেন্দ্রে। ভোট শুরু হওয়ার পর ঘণ্টাখানেক সময় পেরিয়ে গেলেও ভোটারের খুব বেশি উপস্থিতি ছিল না। তবে কোনো ধরনের সহিংসতাও চোখে পড়েনি ভোটকেন্দ্রের আশপাশে। 

ঢাকা-৮ আসনের ভোটকেন্দ্র রাজধানীর সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কিছু ভোটার উপস্থিতি দেখা গেছে। অধিকাংশ ভোটকেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি নেই বললেই চলে। অধিকাংশ ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় নিয়োজিত পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্তরের লোকজনকে দেখা গেছে। 

সকাল ৯টা ১৫ মিনিটের দিকে হাবিবুল্লাহ বাহার কলেজে কমনওয়েলথের প্রতিনিধি ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন। এই ভোটকেন্দ্রে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এই কেন্দ্রের পর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বাংলাদেশ শিশু একাডেমি, সেগুনবাগিচা সাউথ উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন কেন্দ্রে ঘুরে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। 

সকাল ৮টায় শুরু হয়ে ঘণ্টা পার হয়ে গেলেও ঢাক-৯ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি খুব একটা ছিল না। এই আসনের একটি কেন্দ্র খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ। এখানে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী। আজ সকাল সাড়ে ৮টায় ভোট দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ আছে। এই কেন্দ্রে তিনজন প্রার্থীর এজেন্ট আছে। আশা করি সব প্রার্থীর এজেন্ট আসবে। আমাদের প্রত্যাশা, ভোটের পরিবেশ শান্তিপূর্ণ থাকবে। কেন্দ্রে কোনো ধরনের অনিয়ম হবে না। ভোটাররা নিজ পছন্দমতো ভোট দিতে পারবে।’ 

সরেজমিনে দেখা গেছে, এক ঘণ্টা পার হলেও ভোটার উপস্থিতি অনেক কম। খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পাঁচটি বুথে ২ হাজার ৪৭০ ভোটার। এর মধ্যে ১ নম্বর বুথে ৫০৫ জন ভোটার। আধা ঘণ্টায় পাঁচজন ভোট দিয়েছেন। ২ নম্বর বুথে ভোটার ৫০২ জন। ভোট দিয়েছেন চারজন। ৩ নম্বর বুথে ৫০০ জনের মধ্যে ৮টি ভোট পড়েছে। ৪ নম্বর বুথে ১০ জন ভোটার বুথে আর ১১ জন ভোট দিয়েছেন। ৫ নম্বর বুথে ৪৫৮ জনের মধ্যে ১২ জন ভোটার ভোট দিয়েছেন। 

হুসেইন মুহম্মদ এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার ৩ হাজার ১৭৬ জন। সবাই মহিলা। বুথের সংখ্যা ৮। সকাল ৯টার একটু পর পর্যন্ত ৫০ জনের মতো ভোটারের ভোট কাস্ট হয়েছে বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা জাহিদ হোসেন শিপলু। তবে কেন্দ্রে গিয়ে ভোটারদের লাইন দেখা যায়নি।

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ