হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে ট্রাকচাপায় মামা-ভাগনে নিহত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগনে নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে সখীপুর-বাটাজোর সড়কের মোচারিয়া পাথার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতেরা হলেন মামা মাসুদ রানা (২৫) ও ভাগনে সাকিব হাসান (১৭)। মাসুদ রানা উপজেলার বাঘবেড় গ্রামের ওয়াহেদ আলীর এবং সাকিব ওই এলাকারই আবদুস সালামের ছেলে। 

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মাসুদ ও সাকিব মোটরসাইকেলে বাঘবেড় বাজার থেকে বাটাজোর বাজারের দিকে যাচ্ছিলেন। ওই সড়কের মোচারিয়া পাথার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মাসুদ ও সাকিব মারা যান। এ সময় ট্রাকের চালক ট্র্যাকটি রেখে ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েন। পরে সখীপুর থানা-পুলিশ মরদেহ, মোটরসাইকেল ও ট্রাকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হবে। এ ছাড়া ট্রাক ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে রাখা হয়েছে। 

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে