টাঙ্গাইলের সখীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগনে নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে সখীপুর-বাটাজোর সড়কের মোচারিয়া পাথার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতেরা হলেন মামা মাসুদ রানা (২৫) ও ভাগনে সাকিব হাসান (১৭)। মাসুদ রানা উপজেলার বাঘবেড় গ্রামের ওয়াহেদ আলীর এবং সাকিব ওই এলাকারই আবদুস সালামের ছেলে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মাসুদ ও সাকিব মোটরসাইকেলে বাঘবেড় বাজার থেকে বাটাজোর বাজারের দিকে যাচ্ছিলেন। ওই সড়কের মোচারিয়া পাথার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মাসুদ ও সাকিব মারা যান। এ সময় ট্রাকের চালক ট্র্যাকটি রেখে ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েন। পরে সখীপুর থানা-পুলিশ মরদেহ, মোটরসাইকেল ও ট্রাকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হবে। এ ছাড়া ট্রাক ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে রাখা হয়েছে।