হোম > সারা দেশ > ঢাকা

স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় আটক ৩

সাভার (ঢাকা) ­ প্রতিনিধি

স্মৃতিসৌধ থেকে আটক তিনজন। ছবি: আজকের পত্রিকা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের মহাসচিব সেলিম রেজা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সদস্য মো. শহিদুল ইসলাম এবং আশুলিয়ার গাজীরচট শের আলী এলাকার মো. সোহেল পারভেজ। তাঁদের আশুলিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল লোক মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পতাকা হাতে নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর বিভিন্ন স্লোগান দিয়ে ফটকের দিকে অগ্রসর হতে থাকেন। পরে তাঁদের মধ্য থেকে তিন ব্যক্তিকে আটক করে আশুলিয়া থানার পুলিশ।

শাহজালাল নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘স্লোগান দিয়ে যখন এই দিকে (মূল ফটক) এসেছে, তখন দেখলাম (তাঁদের ধরতে) কিছু ভাই দৌড়ে এসেছে। পরে একেকজন একেক দিকে দৌড়ে পালিয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে দেখে তাদের আওয়ামী লীগের লোকজনই মনে হয়েছে।’

দলটির সদস্যদের পরিচয় জানতে চাইলে একজন সাংবাদিকদের বলেন, ‘আমি মুক্তিযোদ্ধার সন্তান। এটা আমার সবচেয়ে বড় পরিচয়।’ পরে জানান, তাঁর নাম আমিন মুসল্লী। তিনি বরগুনা সদর থেকে এসেছেন।’ আরেকজন জানান তাঁর নাম জীবন হাওলাদার। পরে তাঁরা স্মৃতিসৌধ থেকে সরে যান।

স্লোগান দেওয়া দলটির সদস্যদের ধাওয়া দেন অনেকে। এমনকি কেউ মারধর করার চেষ্টাও করেন। তখন উপস্থিত সংবাদকর্মীসহ বেশ কয়েকজন তাঁদের থামানোর চেষ্টা করেন। হামলাকারীদের মধ্যে জিয়াউর রহমান নামের এক ব্যক্তিকে উপস্থিত জনতা কানে ধরায়। তাঁকে মারধরও করা হয়। পরে তাঁকে স্মৃতিসৌধ থেকে বের করে দেওয়া হয়। পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ‘আমি প্রবাসী’।

তিনজনকে আটকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির। তিনি বলেন, উসকানিমূলক স্লোগান দিয়ে তাঁরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিলেন।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে