হোম > সারা দেশ > রাজবাড়ী

নিখোঁজের ১৫ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি

নিখোঁজের ১৫ ঘণ্টা পর পুকুর থেকে আবির (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আবির সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের মো. সুজন মোল্লার ছেলে। আজ রোববার সকালে এলাকার কামালদিয়া নুরের বড় পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। 

স্থানীয় বাসিন্দা রাসেল মণ্ডল বলেন, ‘গতকাল বিকেলে স্থানীয় শিশুদের সঙ্গে বাড়ির পাশের মাঠে খেলছিল আবির। সন্ধ্যায় বাড়ি না ফেরায় শিশুটির বাবা-মাসহ পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ করেও পাওয়া যায়নি তাকে। পরে পুকুরে পড়তে পারে এমন সন্দেহ হলে রোববার সকালে স্থানীয় জেলেদের খবর দেওয়া হয়। তারা এসে পুকুরে জাল টানলে ওই জালে শিশুটির মরদেহ উঠে আসে।’ 

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল অফিসের উপসহকারী পরিচালক মো. আব্দুর রহমান বলেন, ‘গত রাত ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে তাদের একটি টিম পাঠানো হয়। সেখানে ডুবুরি না থাকায় উদ্ধারকাজ পরিচালনা না করেই তারা ফিরে আসেন।’ 

আব্দুর রহমান আরও বলেন, ‘পরে ঢাকায় ফোন দিয়ে ডুবুরি আসতে বলা হয়েছে। সকালে ডুবুরি দল পৌঁছানোর আগেই সংবাদ পাই স্থানীয় জেলেদের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।’ 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু