হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে সেনাবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৪

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে সেনাবাহিনীর অভিযানে আটক চারজন। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছেন সেনাবাহিনীর উত্তরা সেনা ক্যাম্পের সদস্যরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

অভিযানে মাদকসহ আটক ব্যক্তিরা হলেন, প্রদীপ চন্দ্র বর্মণ (৩৯) ও মিরাজ (৪২)। তা ছাড়া দেশীয় অস্ত্রসহ আটক দুজন হলেনন কিফায়াত উল্লাহ আপন (২৪) ও শামীম (২৩)। সেনাবাহিনীর উত্তরার অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদ শেষে আজ শনিবার দুপুরে তাঁদের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

দুই ঘণ্টার অভিযানে ১৮৬টি ইয়াবা, ১৮ বোতল ফেনসিডিল, গাঁজা, নেশা জাতীয় পাউডার, দেশীয় মদ, দেশীয় অস্ত্র, দুটি ফয়েল রোল, ১৭টি মোবাইল ফোন সেট, পাঁচটি সিম কার্ড, একটি ল্যাপটপ, একটি হার্ডডিস্ক ও ৪১ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আজ শনিবার দুপুরে সেনা সদস্যরা চারজনকে হস্তান্তর করেছেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস