হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক ও মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁরা সবাই ঢাকার ‘বাংলাদেশ ইসলামি ইউনিভার্সিটির’ শিক্ষার্থী। 

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে যাত্রাবাড়ীর থানার ভাঙ্গা প্রেস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থীর নাম ওমর ফারুক পলক (২৩)। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাহেবদীনগর গ্রামের মনিনুল হকের ছেলে। তিনি ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকার থাকতেন।

তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া রিকশাচালক রিয়াদ ফকির জানান, যাত্রাবাড়ীর ডেমরা রোড ভাঙ্গা প্রেস এলাকায় মোটরসাইকেলসহ তাঁদেরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাঁদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ১০টার দিকে পলককে মৃত ঘোষণা করেন। 

রিয়াদ আরও বলেন, ‘আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পেরেছি, একটি বাস তাঁদের মোটরসাইকেলটিতে ধাক্কা দিয়ে চলে গেছে।’ 

এ ঘটনায় আহত জুয়েল রানা জানান, তিনি রাজধানীর নারিন্দায় থাকেন। আর পলক থাকেন কেরানীগঞ্জের জিনজিরা এলাকায়। তাঁরা মুগদা বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটিতে বিবিএ এর প্রথম বর্ষের ছাত্র। সকালে পলকের মোটরসাইকেলে করে তাঁরা তিনজন সহপাঠী ভার্সিটিতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন। 

এদিকে আহত আরেক জনের নাম পরিচয় জানা যায়নি। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাস ধাক্কায় মোটরসাইকেল আরোহী একজন নিহতের খবর পাওয়া গেছে। বাসটি শনাক্ত করা যায়নি। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’ 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন