হোম > সারা দেশ > ঢাকা

দুই শিক্ষার্থীকে হারাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি, প্রতিনিধি

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই মেধাবী শিক্ষার্থী। অকালে মারা যাওয়া এ দুই শিক্ষার্থী হলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী শাজমিলা উজমা ও লোক প্রশাসন বিভাগের ছাত্র মাহতাব উদ্দীন। 

গতকাল মঙ্গলবার ভোরে নগরীর হালিশহরে বাথরুমে স্ট্রোক করে মারা যান মাহতাব। অন্যদিকে একই দিনে কলকাতা পিজি হাসপাতালে মারা যান শাজমিলা।

জানা যায়, গত সোমবার কলকাতার সড়কে জেব্রা ক্রসিং হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস মা-মেয়েকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে কলকাতা পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার শাজমিলা মারা যান। নিহত শাজমিলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. শিরিন আরা চৌধুরীর মেয়ে। এ ঘটনায় ড. শিরিন আরা চৌধুরী আহত হয়েছেন। 

বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সেলিনা আখতার বলেন, ‘চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের নিয়ে ভারতে গিয়েছিলেন অধ্যাপক শিরিন চৌধুরী। কিন্তু গত সোমবার ঈদের দিন রাস্তা পার হওয়ার সময় মা-মেয়েকে বাস চাপা দেয়। দুজনকে হাসপাতালে ভর্তি করালে গতকাল মঙ্গলবার মারা যান ড. শিরিনের মেয়ে শাজমিলা। এ ঘটনায় ড. শিরিনও গুরুতর আহত হন। তবে তিনি শঙ্কামুক্ত আছেন। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। এর আগে গতকাল ভোরে চট্টগ্রামের হালিশহর এলাকার বাসভবনে বাথরুমে অচেতন অবস্থায় পাওয়া যায় লোক প্রশাসন বিভাগের মাহতাবকে। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।’ 

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহির উদ্দীন বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহতাব বাথরুমে স্ট্রোক করে মারা গেছেন বলে পরিবার থেকে জানিয়েছে। আমরা হাসপাতাল ও বাসায় গিয়ে একই তথ্য জেনেছি।’

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট