মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই মেধাবী শিক্ষার্থী। অকালে মারা যাওয়া এ দুই শিক্ষার্থী হলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী শাজমিলা উজমা ও লোক প্রশাসন বিভাগের ছাত্র মাহতাব উদ্দীন।
গতকাল মঙ্গলবার ভোরে নগরীর হালিশহরে বাথরুমে স্ট্রোক করে মারা যান মাহতাব। অন্যদিকে একই দিনে কলকাতা পিজি হাসপাতালে মারা যান শাজমিলা।
জানা যায়, গত সোমবার কলকাতার সড়কে জেব্রা ক্রসিং হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস মা-মেয়েকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে কলকাতা পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার শাজমিলা মারা যান। নিহত শাজমিলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. শিরিন আরা চৌধুরীর মেয়ে। এ ঘটনায় ড. শিরিন আরা চৌধুরী আহত হয়েছেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহির উদ্দীন বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহতাব বাথরুমে স্ট্রোক করে মারা গেছেন বলে পরিবার থেকে জানিয়েছে। আমরা হাসপাতাল ও বাসায় গিয়ে একই তথ্য জেনেছি।’