নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার খাসনগর দিঘি থেকে ভাসমান অবস্থায় সাইফুল ইসলাম রাব্বানী (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
মৃত রাব্বানী চট্টগ্রামের সন্দীপ উপজেলার সন্তুশপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয়রা জানান, তিন বছর যাবৎ স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে সোনারগাঁ পৌরসভার খাসনগর দিঘিপাড় এলাকায় রতনের বাড়িতে ভাড়া থাকতেন সাইফুল ইসলাম রাব্বানী। গত মঙ্গলবার রাতে রাব্বানীসহ কয়েকজন মাদক ব্যবসায়ীকে পুলিশ ধাওয়া করলে দিঘিতে ঝাঁপিয়ে পড়েন তাঁরা। এরপর থেকেই রাব্বানী নিখোঁজ ছিল। আজ দিঘিপাড় এলাকায় তাঁর মরদেহ দেখতে পাওয়া যায়।
মৃতের স্ত্রী আখীনূর আক্তার বলেন, ‘গত মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে পিয়াল নামে এক যুবক আমর স্বামীকে মোবাইলে ডেকে নেন। যাওয়ার সময় তিনি আমাকে বলে যান যে, কোনো সমস্যা হতে পারে। যদি সমস্যা হয় তাহলে আমাকে মোবাইল করবেন। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।’
আখীনূর আক্তার আরও বলেন, ‘আমার স্বামী রাব্বানী, পিয়ালসহ কয়েকজন মিলে একসঙ্গে মাদক ব্যবসায় জড়িত ছিলেন।’
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত তারিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।