হোম > সারা দেশ > ঢাকা

চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ফুচকা কারখানা বন্ধ করে দিল ভোক্তা অধিকার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরি করার কারণে কারখানা বন্ধ ও ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল এ অভিযান পরিচালনা করেন।

নুর হোসেন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ শহরের বড় স্টেশন এলাকার মো. মনিরের মালিকানাধীন ফুচকা কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁর ছোট কারখানায় পাওয়া গেছে পোড়া তেল, সেই তেলের মধ্যে তেলাপোকা, খোলা টয়লেট, কর্মীদের নোংরা পোশাক ও পা দিয়ে ফুচকা তৈরির পরিবেশ। 

এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭ হাজার টাকা জরিমানা এবং কারখানাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতা করে চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার