হোম > সারা দেশ > ঢাকা

ব্যাংকের লকারে থাকা জোবায়দা রহমানের পরিবারের অলংকার জিম্মায় দিতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের রাজধানীর ধানমন্ডি শাখার দুটি লকারে থাকা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান, তাঁর বোন শাহিনা খান ও মা ইকবাল মান্দ বানুর ১ কেজি ৬৭০ গ্রাম অলংকার (সোনার চেইন, হাতের বালা, আংটি) তাঁদের জিম্মায় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এই নির্দেশ দেন। জোবায়দা পরিবারের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।

এসব অলংকার ২০০৭ সাল থেকে ব্যাংকটির ওই শাখার জিম্মায় ছিল। আদালত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের জিম্মা বাতিল করে হিসাবধারী তথা পরিচালনাকারী তথা কাস্টমারদের অনুকূলে চালু করতে অনুমতি দিয়েছেন।
শাহিনা খানের আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে,  জোবায়দা রহমান, শাহিনা খান ও ইকবাল মান্দ বানুর নামে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ধানমন্ডি শাখায় দুটি লকার ছিল। সেখানে তাঁদের সোনার অলংকারাদি ও রুপা রাখা ছিল। 

এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকার আমলে তারেক রহমান ও তাঁর পরিবারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠায় ২০০৭ সালের ২৫ মার্চ ধানমন্ডি থানায় জিডি মূলে জোবায়দা রহমান (স্বামী- তারেক রহমান), জোবায়দার বোন শাহিনা খান এবং তাঁদের মা ইকবাল মান্দ বানুর নামে বরাদ্দকৃত স্ট্যান্ডার্ড ব্যাংক ধানমন্ডি শাখায় থাকা ৩৬/২৩ এবং ৩৬/২৪ নম্বর লকার থেকে ১ কেজি ৬৭০ গ্রাম অলঙ্কারাদি জব্দ করা হয়। 

পরবর্তীকালে ওই দিনই জব্দকৃত অলংকারাদি ব্যাংকটির ওই শাখার তৎকালীন সেলস টিম ম্যানেজার আবদুল্লাহ আল জায়ীদের কাছে আদালত জিম্মায় দেন।

পরবর্তীকালে আবেদনকারী শাহিনা খান নিজে, তাঁর মা ইকবাল মান্দ বানু ও বোন জোবায়দার যৌথ নামে বরাদ্দপ্রাপ্ত লকার চালুর আদেশ দিতে আদালতে আবেদন করা হয়। 

আবেদন শুনানির পর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত। ধানমন্ডি থানা প্রতিবেদন দিয়ে আদালতকে জানায়, ব্যাংকের লকারে থাকা স্বর্ণালংকারের বিষয়ে কোনো মামলা–মোকদ্দমা নেই। কিন্তু তারপরও স্বর্ণালংকার ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়নি।

এ অবস্থায় আজকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত স্বর্ণালংকার ব্যাংকের জিম্মায় থাকার আগের আদেশ বাতিল করেন। একই সঙ্গে জোবায়দা পরিবারের জিম্মায় দেওয়ার নির্দেশ দেন।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ