হোম > সারা দেশ > ঢাকা

বিদেশ যেতে পারবেন আউয়ালপুত্র তাফসির, ফিরতে হবে তিন মাসে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির মোহাম্মদ আওয়াল বিদেশ যেতে পারবেন। তবে তাঁকে ফিরতে হবে তিন মাসের মধ্যে। আজ বুধবার (৫ মে) বিচারপতি এম ইনায়েতুর রহমান ও বিচারপতি মো. জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চ্যুয়াল বেঞ্চ এই আদেশ দিয়েছেন। তাঁর ওপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আদেশে বলা হয়েছে, তাফসির আওয়াল বিদেশ গেলে তিন মাসের মধ্যে ফিরে হলফনামার মাধ্যমে আদালতকে জানাতে হবে যে, তিনি ফিরে এসেছেন।

তাফসির মোহাম্মদ আওয়ালের বিদেশ যাওয়ার ওপর গত ২০২০ সালের অক্টোবরে নিষেধাজ্ঞা জারি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ কারণে তাফসির আওয়ালের বিদেশ যাওয়া বন্ধ হয়। এ অবস্থায় দুদকের ওই নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন তাফসির আওয়াল। রিট আবেদনে তিনি বিদেশ যাওয়ার অনুমতি চান।

গত ১৬ মার্চ রিট আবেদনের ওপর শুনানি হয়। ওইদিন কোন দেশে, কোথায়, কতদিন থাকবেন, কবে ফিরবেন, যেখানে থাকবেন সেখানকার ঠিকানা, ইমেইল ও ফোন নম্বরসহ বিস্তারিত তথ্য লিখিতভাবে দুদককে জানাতে তাফসির আওয়ালকে নির্দেশ দেওয়া হয়। তাফসির আওয়াল এসব তথ্য দেওয়ার পর গত ৩ মে আবার শুনানি হয়। পরে আজ বুধবার আদেশের জন্য দিন ধার্য করা হয়।

আদালতে এদিন আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার সাকিব মাহবুব। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ