বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে সোনার বার উদ্ধারের ঘটনায় করা মামলায় আসামি সিরাজুল ইসলামকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান ছয় সপ্তাহের জন্য জামিন স্থগিত করেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ জানান, ২০১৪ সালে দুবাই থেকে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ০৫২-এর ভেতর থেকে ১০৫ কেজি ওজনের ৯০৪টি সোনার বার উদ্ধার করা হয়। এসব সোনার বার বিমানের টয়লেটের ভেতরে কমোডের পেছনে বিশেষ কায়দায় রাখা ছিল। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ৪৭ কোটি ৪৪ লাখ টাকা।
সোনার বার উদ্ধারের ঘটনায় করা মামলায় বিমানের জুনিয়র টেকনিশিয়ান সিরাজুল ইসলাম চলতি বছরের ১৩ সেপ্টেম্বর আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়। এর পর গত ১২ ডিসেম্বর তাঁকে জামিন দেন হাইকোর্ট। পরে এ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।