হোম > সারা দেশ > গাজীপুর

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ডুয়েট শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থী আল আমিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

আল আমিন ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলে।

তাজউদ্দীন হাসপাতালের আরপি ডা. কামরুল ইসলাম ডুয়েট শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, রাতে চিকিৎসাধীন অবস্থায় ডুয়েট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরে শিক্ষার্থীরা এসে তাঁর লাশ নিয়ে গেছেন।

মারা যাওয়া শিক্ষার্থীর সহপাঠীরা জানান, কয়েক দিন ধরে ডুয়েটের বেশ কয়েকজন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে গতকাল সোমবার রাত ১০টার দিকে আল আমিনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রাত সোয়া ২টার দিকে তিনি মারা যান।

এদিকে শিক্ষার্থীদের অসুস্থতার খবর জানতে পেয়ে ডুয়েটের নবনিযুক্ত উপাচার্য ড. জয়নাল আবেদীন তাঁদের দেখতে যান। এ সময় তিনি শিক্ষার্থীদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে তিনি মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহপাঠীদের সহযোগিতায় আল আমিনের লাশ টাঙ্গাইলে নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়। জেলা সদরে নিজ বাড়িতে আজ মঙ্গলবার জোহর বাদ তাঁর জানাজা হবে।

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা