হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে ১০ হাজার কেজি ভারতীয় চিনিসহ দুজন আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরব থেকে ১০ হাজার কেজি ভারতীয় চিনিসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। গতকাল বুধবার রাতে উপজেলার নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাঁদের আটক করা হয়।

আটক দুই ব্যক্তি হলেন যশোরের চাচড়া মাঠপাড়া এলাকার রাজু শেখ (৩৮) এবং একই জেলার কোতোয়ালি উপজেলার শেখহাটি আদর্শপাড়া এলাকার আল আমিন (২৫)। আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাবের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম ফয়সাল এ তথ্য জানিয়েছেন। জব্দ চিনির মূল্য ১৩ লাখ টাকা বলে জানান তিনি।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবের নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনে অভিযান চালানো হয়। অভিযানে দুই ব্যক্তিকে আটক করার পর তাঁদের কাভার্ড ভ্যান তল্লাশি করে শুল্ক ফাঁকি দেওয়া ১০ হাজার কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়। তাঁদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও ১৬ হাজার টাকাও জব্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে র‍্যাবের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম ফয়সাল আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু শেখ ও আল আমিন চোরাকারবারি চক্রের সদস্য বলে জানিয়েছেন। তাঁরা চোরাকারবারি ব্যবসা পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতেন। তাঁদের ভৈরব থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির