হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে ১০ হাজার কেজি ভারতীয় চিনিসহ দুজন আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরব থেকে ১০ হাজার কেজি ভারতীয় চিনিসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। গতকাল বুধবার রাতে উপজেলার নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাঁদের আটক করা হয়।

আটক দুই ব্যক্তি হলেন যশোরের চাচড়া মাঠপাড়া এলাকার রাজু শেখ (৩৮) এবং একই জেলার কোতোয়ালি উপজেলার শেখহাটি আদর্শপাড়া এলাকার আল আমিন (২৫)। আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাবের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম ফয়সাল এ তথ্য জানিয়েছেন। জব্দ চিনির মূল্য ১৩ লাখ টাকা বলে জানান তিনি।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবের নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনে অভিযান চালানো হয়। অভিযানে দুই ব্যক্তিকে আটক করার পর তাঁদের কাভার্ড ভ্যান তল্লাশি করে শুল্ক ফাঁকি দেওয়া ১০ হাজার কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়। তাঁদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও ১৬ হাজার টাকাও জব্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে র‍্যাবের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম ফয়সাল আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু শেখ ও আল আমিন চোরাকারবারি চক্রের সদস্য বলে জানিয়েছেন। তাঁরা চোরাকারবারি ব্যবসা পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতেন। তাঁদের ভৈরব থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে।

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার