হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে খেজুরের রস খেতে বের হয়ে লাশ হলো ২ শিক্ষার্থীসহ ৩ জন

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার হিরণ্যকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলো, কাশিয়ানী উপজেলার পোনা এলাকার বিষ্ণু দাসের ছেলে এবার এসএসসি পাস করা দীপু দাশ (১৮), একই এলাকার বাবুল নাগের ছেলে ও কাশিয়ানী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বিশাল নাগ (১৬) এবং একই এলাকার মনির মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খেজুরের রস খেতে ভোরে মোটরসাইকেলে করে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা এলাকা থেকে বের হয় একই এলাকার দুই শিক্ষার্থীসহ তিনজন। মুকসুদপুরের কালীনগর যাওয়ার পথে ভোর পৌনে ৬টার দিকে কাশিয়ানীর হিরণ্যকান্দি পৌঁছালে একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তাতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে তিনজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এসআই আব্দুল্লাহ হেল বাকী আরও বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রাজধানীর বসুন্ধরায় মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা, মারধরে আইনজীবীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন