হোম > সারা দেশ > গাজীপুর

ঘরে পড়ে ছিল গৃহবধূর পা বাঁধা মুখে বালিশ চাপা দেওয়া লাশ, স্বামী পলাতক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে পা বাঁধা ও মুখে বালিশ চাপা দেওয়া অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে ৬টার দিকে টঙ্গীর মিরাশপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) এম সাফায়েত ওসমান লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। 

নিহত ওই গৃহবধূর নাম ময়না বেগম (৩৮)। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার দূপপাশা গ্রামের আয়নাল মাদবরের মেয়ে। গৃহবধূর স্বামী আলম (৪৩) বরগুনা জেলার সদর থানার আড়িখাল গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। তিনি পেশায় চা-বিক্রেতা। 

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, ময়না বেগম টঙ্গীতে একটি পোশাক কারখানায় কাজ করতেন। প্রায় সাত মাস আগে আলম ও ময়না নিজেরাই বিয়ে করেন। বিয়ের পর থেকে টঙ্গীর মিরাশপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন এই দম্পতি। 

বিয়ের পর থেকেই পারিবারিক নানা বিষয় নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই কথা-কাটাকাটি ও ঝগড়া হতো। গতকাল রাতে ফের কথা-কাটাকাটি হয়। পরে বৃহস্পতিবার ভোরে স্বামী আলম বাসা থেকে চলে যান। এরই একপর্যায়ে পার্শ্ববর্তী কক্ষের ভাড়াটিয়া মাহফুজা আক্তার ওই কক্ষে গেলে বিছানার ওপর ময়নার পা বাঁধা ও বালিশ চাপা দেওয়া নিথর দেহ পড়ে থাকতে দেখে অন্য ভাড়াটিয়াদের ডাকেন। 

পরে স্থানীয়রা পুলিশের খবর দেন। বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ময়নার পা বেঁধে প্রথমে গলায় ওড়না দিয়ে শ্বাসরোধ ও পরে বালিশ চাপা দিয়ে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদ বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে। হত্যার অভিযোগে স্বামী আলমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব