হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে ওবায়দুল কাদেরসহ ৪০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ফরিদপুর প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের দিন ফরিদপুরে শামসু মোল্যা (৬২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নামে হত্যা মামলা হয়েছে। এ ছাড়া মামলায় ৩০০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান হাসান। 

এর আগে গতকাল বুধবার রাতে ফরিদপুর কোতয়ালী থানায় মামলাটি করেন নিহত শামসুল মোল্যার স্ত্রী মেঘলা বেগম। এতে ওবায়দুল কাদেরসহ জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। 

গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর বিকেল ৫টার দিকে একদল মানুষ ফরিদপুর কোতোয়ালি থানা ঘেরাও করতে যায়। এ সময় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় থানা ঘেরাও করতে যাওয়া ব্যক্তিদের। পুলিশ টিয়ারশেল ও মুহুর্মুহু গুলি ছোড়ে। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়। এ সময় পথচারী শামসু মোল্যা নিহত হয়। তিনি জেলা শহরের পূর্বখাবাসপুর এলাকার বাসিন্দা এবং একটি যাত্রীবাহী বাসের চালক ছিলেন। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, এ মামলার এজাহারে আসামি হিসেবে শুধুমাত্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নাম উল্লেখ করা হয়েছে। তাঁকে (ওবায়দুল কাদের) এ হত্যা মামলায় হুকুমের আসামি করা হয়েছে। এ ছাড়া এ মামলায় ফরিদপুর জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের অজ্ঞাতনামা ৩০০–৪০০ জনকে আসামি করা হয়েছে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল বাশার বলেন, সিসি টিভির ফুটেজ দেখে আসামি শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ হত্যা মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট