হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আড়াইহাজার পৌর নির্বাচন: দুই কাউন্সিলর প্রার্থীর সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের মুকুন্দি এলাকায় দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কাউন্সিলর প্রার্থী শব্দর আলী ভূঁইয়া সদর ও জাহাঙ্গীর হোসেনের মধ্যে আজ সোমবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। 

এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অবিস্ফোরিত অবস্থায় একটি ককটেল রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করে। জাহাঙ্গীর হোসেন ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। অন্যদিকে শব্দর আলী ভূঁইয়া তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। 

আজ দুপুর সাড়ে ১২টায় বৃষ্টির সময় মুকুন্দি এলাকার নারী ভোটকেন্দ্রের বাইরে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জাহাঙ্গীর হোসেনের সমর্থকেরা শব্দর আলীকে তুলে নিয়ে মারধর করেন। শব্দর আলীর লোকজন সামনে এগিয়ে আসলে তাঁদের লক্ষ্য করে ককটেল ছোড়ে জাহাঙ্গীর হোসেনের লোকজন। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ভোটকেন্দ্রে। লাইন ছেড়ে নারী ভোটাররা পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ, বিজিবি ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ছেড়ে দেওয়া হয় শব্দর আলীকে। পরে পুলিশ লাঠিপেটা করে দুই পক্ষের কর্মী–সমর্থকদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবীর হোসেন বলেন, ‘কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ভোট গ্রহণ চলমান আছে।’

প্রসঙ্গত জাহাঙ্গীর হোসেন উটপাখি প্রতীকে ও শব্দর আলী ডালিম প্রতীকে নির্বাচন করছেন। স্থানীয় ভোটাররা জানান, জাহাঙ্গীর হোসেন আগে বিএনপি করতেন। এখন তিনি আ.লীগের পরিচয় দিয়ে চলেন। অন্যদিকে শব্দর আলী স্থানীয় আ.লীগ কর্মী।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান