হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আড়াইহাজার পৌর নির্বাচন: দুই কাউন্সিলর প্রার্থীর সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের মুকুন্দি এলাকায় দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কাউন্সিলর প্রার্থী শব্দর আলী ভূঁইয়া সদর ও জাহাঙ্গীর হোসেনের মধ্যে আজ সোমবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। 

এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অবিস্ফোরিত অবস্থায় একটি ককটেল রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করে। জাহাঙ্গীর হোসেন ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। অন্যদিকে শব্দর আলী ভূঁইয়া তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। 

আজ দুপুর সাড়ে ১২টায় বৃষ্টির সময় মুকুন্দি এলাকার নারী ভোটকেন্দ্রের বাইরে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জাহাঙ্গীর হোসেনের সমর্থকেরা শব্দর আলীকে তুলে নিয়ে মারধর করেন। শব্দর আলীর লোকজন সামনে এগিয়ে আসলে তাঁদের লক্ষ্য করে ককটেল ছোড়ে জাহাঙ্গীর হোসেনের লোকজন। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ভোটকেন্দ্রে। লাইন ছেড়ে নারী ভোটাররা পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ, বিজিবি ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ছেড়ে দেওয়া হয় শব্দর আলীকে। পরে পুলিশ লাঠিপেটা করে দুই পক্ষের কর্মী–সমর্থকদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবীর হোসেন বলেন, ‘কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ভোট গ্রহণ চলমান আছে।’

প্রসঙ্গত জাহাঙ্গীর হোসেন উটপাখি প্রতীকে ও শব্দর আলী ডালিম প্রতীকে নির্বাচন করছেন। স্থানীয় ভোটাররা জানান, জাহাঙ্গীর হোসেন আগে বিএনপি করতেন। এখন তিনি আ.লীগের পরিচয় দিয়ে চলেন। অন্যদিকে শব্দর আলী স্থানীয় আ.লীগ কর্মী।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির